নোয়াখালীর সেনবাগে কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ গ্রামীন উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণের চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৩ আগষ্ট) দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন (বি আর ডিবি) হল রুমে এই উপলক্ষে বি আর ডিবির চেয়ারম্যান আতিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও বি আর ডিবি’র পরিদর্শক মোহাম্মদ সাহাজাহানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাছিনা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা একে এম মহি উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্ল্যা। পরে অতিথি বৃন্দ কাভিড-১৯ ক্ষতিগ্রস্থ ৮জন জন গ্রামীন উদ্যোক্তার নিকট ২৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন।