রংপুরের পীরগাছায় রাষ্ট্রিয় খেতাবপ্রাপ্ত এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সরকারি অনুদানের জমি ক্রয় ও ঘর নির্মানে বাধা সুষ্টি করছেন একটি মহল। প্রতিদিনেই ওই পরিবারটিকে জীবন নাশের হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে ওই মহলটি। এ ব্যাপারে সোমবার রংপুর জেলা প্রশাসক নিকট অভিযোগ দিয়েছেন ওই মুক্তিযোদ্ধা পরিবার।
অভিযোগে জানা গেছে,
ওই পরিবারটি জমি ক্রয় করে গৃহ নির্মান কাজ শুরু করলে উপজেলার পীরগাছা ইউপির অনন্তরাম উ”াপাড়া গ্রামের মৃত মোখলেছুর রহমানের পুত্র মিজানুর রহমান ও নুরুমিয়া তার সন্ত্রাসী বাহিনী নিয়ে গত বৃহস্পতিবার সকালে ঘর নির্মাণ কাজে বাধা সৃষ্ঠি করে এবং ভাংচুর চালায়। এই ব্যাপারে তাদের বাধা দিলে মিজানুর রহমান ও তার দলবল ওই পরিবারটি নানা মুখি ভয়ভীতি ও জীবন নাশের দেয়। ফলে বর্তামানে ওই পরিবারটি নিরাপত্তা হীনতায় অন্যত্র আশ্রায় নিয়েছেন। পরিবারের নিরাপত্তা চেয়ে সোমবার সকালে রংপুরের জেলা প্রশাসকের নিকট ওই পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য,উপজেলার ছাওলা ইউপির পশ্চিম হাগুরিয়া হাশিম গ্রামের রাষ্ট্রিয় খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মৃত নুরুন্নবী চৌধুরী তদান্তিতন ইপিআর এর কর্মরত থাকা অবস্থায় জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে রাষ্ট্রপতি পদকে ভূষিত করা হয়। তার মৃত্যুর পর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রানালয় থেকে গৃহনির্মাণ ও কবর নির্মানের জন্য অনুদান দেওয়া হয়।