বেগমগঞ্জে এক স্কুলছাত্রী গণধর্ষণের সি¦কার হয়েছে। ধর্ষিত এ ছাত্রী শরীফপুর ইউনিয়ন এর হাসানহাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। বাবুনগর গ্রামের (ধোপা বাড়ির) দিন মজুর মিজানুর রহমানের কন্যা একই বাড়ির আবদুল আউয়ালের পুত্র আবদুর রহমান (২৮) এর সাথে ২ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এরই সুবাধে লম্পট রহমান প্রায় সময় তাকে যৌন হয়রানি করত। অভিমান করে গত কয়েকদিন আগে সালমা প্রেমের সম্পর্ক ছিন্ন করে। এই আক্রোশে শুক্রবার বিকালে রাস্তা থেকে মুখ চেপে ধরে রহমান তাকে রহমানের বসত ঘরে নিয়ে গায়ের ওড়না দিয়ে মুখ বেধে একাধিক বার ধর্ষণ করে। তাতেও খান্ত হয়নি লম্পট। ২ ঘন্টা পর সে তার বন্ধু ইব্রাহিমকে ফোন করে এনে আবার ধর্ষণ করায় এবং ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে। ঘটনার পর মেয়ের বাবা মিজানুর রহমান বাদি হয়ে শনিবার সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় দুই লম্পট কে আসামি করে এজাহার দায়ের করেন। পুুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার কর্মকর্তা ইনচার্জ কামরুজ্জামান সিকদার জানান দুই লম্পটকেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।