করোনা সংক্রমন রুখতে বাংলাদেশ আরেক ধাপ এগুলো। আগামী তিন মাসের মধ্যে চীনের সিনোফার্মের টিকা দেশে উৎপাদন করবে বেসরকারি প্রতিষ্ঠান ইনসেপটা ভ্যাকসিন লিমিটেড। যৌথ ভাবে উৎপাদিত এ টিকা সরকার কিনবে ইনসেপ্টার কাছ থেকে। সিনোফার্মের টিকা উৎপাদনের ব্যাপারে যৌথ একটি ত্রিপক্ষিয় চুক্তি হয়েছে গত ১৬ আগস্ট। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।
চীন থেকে বাল্ক এনে (প্রস্তুকৃত বিপুল পরিমান টিকার বড় পাত্র) এদেশে ইনসেপ্টা তা ফিনিশ (শিশিজাত) করবে। ১০ ডোজের ভায়েল হলে মাসে চার কোটি টিকা তৈরি করতে পারবে ইনসেপ্টা। সরকার তার চাহিদা ইনসেপ্টাকে জানাবে। ইনসেপ্টা সে অনুসারে টিকা যোগান দেবে। যদিও এখন পর্যন্ত টিকার দাম সরকার বা ইনসেপ্টার পক্ষ থেকে নির্ধারন করা হয়নি। তবে শোনা যাচ্ছে, সরকারি ভাবেও টিকা উৎপাদনের চিন্তা ভাবনা চলছে।
এ চুক্তির মধ্যে টিকা তৈরীর প্রযুক্তি হস্তান্তরের বিষয় নেই। তারপরও বাংলাদেশ কিছুটা আর্থিক ভাবে লাভবান হবে। সরকার চাইছে দেশের সিংহভাগ মানুষকে টিকা দিতে হবে। এ বিপুল জনগোষ্ঠীকে টিকা দিতে প্রয়োজন প্রচুর টিকা ও সময়। সরকার আন্তরিকতার সাথে টিকা সংগ্রহের কাজ করছে এবং অনেকটা সফল হয়েছে। এ পর্যন্ত সরকার দেশে তিনটি উৎস থেকে টিকা এনেছে। ভারত ও চীন থেকে টিকা কেনা হয়েছে, ভারত ও চীন সরকার উপহার দিয়েছে আর বৈশি^ক উদ্যোগ কোভ্যাক্সের অনুদান হিসেবে পাওয়া। এর পরিমান ৩ কোটি ১০ লাখ। ইনসেপ্টার প্যাকেজজাত টিকা সরকারকে কিনতে হবে।
দেশে যে ভাবে করোনা সংক্রমন বেড়ে মৃত্যুর মিছিল বড় করছে আর আক্রান্তের তালিকা বাড়িয়েছে, তাতে এর প্রতিশোধক আরো আগেই জনগনকে দেওয়া উচিৎ ছিল। কিন্তু দুভাগ্য আমরা তা করতে পারি নি। তবে আশার কথা শেষ পর্যন্ত আমরা জনগনের জন্য টিকা সংগ্রহ করতে পেরেছি। সিনোফার্মের টিকা বৈশি^ক ভাবে ও বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত। চলতি বৈশি^ক করোনা সংক্রমন ঠেকাতে সিনোফার্ম ৮৭টি দেশে ও অঞ্চলে টিকা সরবরাহ করছে। আর চিকিৎসা উপকরন ও সরঞ্জাম সরবরাহ করছে ১৩০টি দেশে। চিকিৎসা ক্ষেত্রে সিনোফার্ম বিশে^ বেশ খ্যাতিমান প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত টিকা ইনসেপ্টা দেশে বোতলজাত করে খুব দ্রুত জনগনের কাছে পৌছে দিতে পারবে। ইনসেপ্টা মাসে চারকোটি টিকা দেবার সক্ষমতা রাখে। সেটা হলে দ্রুত সময়ের মধ্যে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা যাবে। সিনোফার্মা ছাড়া বিশে^র অন্য কোন দেশের করোনা টিকা দেশে উৎপাদন করা যায় কিনা তাও সরকার ভেবে দেখলে সবার কল্যাণ হবে। সরকারি উদ্যোগে সে টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তা হলে টিকার জন্য কারো দিকে চেয়ে থাকতে হবে না। অথচ করোনা থেকে সবাই সুরক্ষা পাবে।