হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকার খালি ভায়াল নিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। রোববার এঘটনা ঘটেছে। তার নাম কমল দাশ। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির ১ ম বর্ষের শিক্ষার্থী। পরে এই শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম ইমতিয়াজ হোসাইন। তিনি বলেন, করোনার টিকা দেওয়ার পর কাউকে কিছু না বলে সে একটি খালি ভায়াল নিয়ে চলে যাচ্ছিল। উপস্থিত দায়িত্বশীলেরা তাকে অনেকডাকাডাকি করলে ও সে ফিরে তাকায়নি। পরে তাকে ধরে আনা হয়। এই সময় জিজ্ঞাসাবাদে সে বলেন খালী ভায়ালটা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য নিতে চাইছিল। তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবহৃত সবগুলো ভায়ালের হিসেব দিয়ে জমা দিতে হয়। খালি ভায়াল কোনোভাবে বাইরে দেওয়ার সুযোগ নেই। যদি গবেষণার জন্য প্রয়োজন হয়, তাহলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারে। তিনি বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান। সে অপরাধ স্বীকার করায় তার কাছ থেকে মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।