বেগমগঞ্জ চৌমুহনী বাজারে অগ্নি কান্ডে ৫ টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। এ সময় প্রায় ১৫-২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা আজ দুপুরে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার পাইটার সাদিকুর রহমান জানান, স্টেশন মার্কেটের রতন সাহার তুলার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। যাহা পরবর্তিতে অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নি কান্ডের সুত্রপাত হয়েছে। স্থানীয়রা অগ্নিকান্ডের খবর জানালে চৌমুহনী ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ পুরপুরি নিয়ন্ত্রণে আনে।