হাটহাজারীতে গাউসিয়া কমিটির প্রশিক্ষন কর্মশালা রোববার অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটির অক্সিজেন সেবায় নিয়োজিত কর্মী এবং মহিলাদের গোছল কাফনে নিয়োজিত কর্মীদের জন্য সংগঠনের হাটহাজারী উপজেলার পশ্চিম পরিষদ এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেন। মির্জাপুর বাকেরিয়া মহিলা মাদ্রাসা মিলনায়তনে প্রশিক্ষন কর্মশালা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ¦ হারুন সওদাগর। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাঃ খালেদ হোসেন। প্রধান বক্তা ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। সংগঠনের মির্জাপুর ইউনিয়ন শাখা সভাপতি কাজী সৈয়দ আবু সাইদ এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলানা মনিরুর রহমান খসরু, মৌলানা রোকন উদ্দিন চৌধুরী, আলহাজ¦ মোঃ ইউসুফ, কামাল পাশা, ডাঃ জহুরুল আলম, আনোয়ার হোসাইন, মৌলানা রাকিবুল ইসলাম, ফজলুল করিম, আবদুল হাফেজ রকি প্রমুখ।অনুষ্ঠানে উপজেলার আওতাধীন সংগঠনের ১৪ ইউনিয়ন থেকে আগত কর্মীদের জরুরি অক্সিজেন সেবা নিয়ে প্রশিক্ষন প্রদান করেন ডাঃ খালেদ হোসেন।