জামালপুরের মেলান্দহে ২২ আগস্ট গায়েবানা জানাজায় গুলিবর্ষণের প্রতিবাদ দিবস পালিত হয়। এ উপলক্ষে মেলান্দহ মির্জা আজম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় শ্রমিক লীগ এর আয়োজন করে। জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
শ্রমিক লীগের সভাপতি আলহাজ কিসমত পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা আ.লীগের সহসভাপতি-মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, হাজী দিদার পাশা সাবেক মেয়র, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আ: আউয়াল চিশতী, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক মো. জিন্নাহ, পৌর আ.লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, বিআরডিবির চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়েল, ২২ আগস্ট গুলিবিদ্ধ তৎকালীন মেলান্দহ ছাত্র লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রঞ্জু মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, ২০০৪ সালে ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা হয়। হামলায় আইভি রহমানসহ নিহতদের স্মরণে ২২ আগস্ট মেলান্দহে ছাত্র লীগের গায়েবনা জানাজায় তৎকালীন ৪দলীয় জোটের সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। দিবসটির স্মরণে প্রতি বছরের এবারও আলোচনা সভার আয়োজন করে।