ময়মনসিংহের গফরগাঁওয়ে শিববাড়ী বাজারের মুদির দোকানে এক প্রতিবন্ধী তরুনীকে (১৫) ধর্ষনের অভিযোগ উঠেছে প্রতিবেশী মুদির দোকানদার রতন মিয়ার (৫৫) বিরুদ্ধে। এ ঘটনায় গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভোক্তভোগীর পরিবার।
এ অভিযোগে ভিক্তিতে অভিযুক্ত রতন মিয়াকে আজ শনিবার (২১ আগষ্ট) দুপুরে গ্রেফতার করেছে থানা পুলিশ।
অভিযুক্ত রতন মিয়া উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের শিববাড়ি বাজার এলাকার মৃত সূর্যত আলীর ছেলে।
ভোক্তভোগীর পরিবার,স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের শিববাড়ী বাজারে বিস্কুট ক্রয় করতে যায় প্রতিবন্ধী তরুনী। তখন চারিদিকে নিরবতা ছিলো। বাজারে আর কোন দোকান খোলা ছিলো না। এ সুযোগে মুদি দোকানদার রতন মিয়া ওই প্রতিবন্ধী তরুনীকে দোকানের পিছনে নিয়ে গিয়ে জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষণ করে। পরে কাউকে কোন কিছু না বলার জন্য প্রতিবন্ধী তরুণীকে ভয় দেখায়। পরে ওই তরুনী বাড়িতে ফিরে আসে। এবং রাতে তার চাচী পারভীনকে ইশারা দিয়ে ঘটনার বর্ণনা করে।ধর্ষিতা তরুনীর মাকে ঘটনাটি রাতেই চাচী পারভীন জানান।শনিবার সকালে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়।সকালে ধর্ষিতার মা বাদী হয়ে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।অভিযুক্ত রতনকে গ্রেফতার করা হয়েছে। তরুনীকে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।