পিরোজপরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় বোনের আঘাতে ছোট বোনের মুত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাড়েরহাটে এ ঘটনা ঘটে। সরে জমিনে গেলে জানা যায়, শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের আঃ রব তালুকদারের বড় মেয়ে কামরুন্নাহার মিনু (৫০) এর সাথে তারই ছোট বোন মাকনু আক্তার (৩৫) এর টেবিল ফ্যানকে কেন্দ্র করে তকবিতর্র্ক হয়। পরে এক পর্যায় বোনে-বোনে ও বড় বোনের ছেলে মেয়েরা হাতাহাতি হলে ছোট বোন মাকনু আক্তার ঘরের মেঝেতে পড়ে যায়। এতে মাকনু আক্তার মাথায় প্রচন্ড আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করেন।
এলাকার ইউপি সদস্য মহাসিন বলেন, আঃ রব তালুকদারের ৫ ছেলে ও ৩ মেয়ে। তারা পাড়েরহাট বাজারে ৪টি ভিটি সহ অনেক সম্পত্তির মালিক। আঃ রব তালুকদারের ৫ছেলে ও ১ মেয়ে বিভিন সময়েœ অল্প বয়সে হৃদরোগে মারা যান। তাদের সম্পত্তি নিয়ে দুই বোনের মধ্যে দ্বন্দ্ব ছিল। সম্পত্তি ভাগাভাগির জন্য ৗ ঘর মেরামতের জন্য কয়েকদিন আগে দুই বোন পিতার বাড়ীতে আসে। সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুত্যুর ঘটনাটি ঘটেছে।
মৃত্যু মাকনু আক্তারের স্বামী জয়পুরহাট হাজী মহসিন কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন জানান, আমার স্ত্রী স্বেচ্ছায় অবসর প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাকনু আক্তার ও তার বোন কামরুন্নাহার মিনুর মধ্যকার সম্পর্ক ভালো ছিল না। বোনে বোনে একটি টেবিল ফ্যানকে কেন্দ্র করে কাথার কাটা-কাটি করে এবং মাকনু আক্তারকে ধাক্কা দিয়ে মেঝে ফেলে দেয়। ওদের আঘাতে আহত হলে তাকে নিয়ে আমি পিরোজপুর হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
বড় বোন কামরুন্নাহার জানান, আমার ছোট বোন মাকনু আক্তারকে বিয়ে দিছে জয়দেবপুর আর আমি সিলেটে থাকি । অনেকদিন পরে আমরা ২বোন পিতার বাড়ী সংস্কার করার জন্য একত্র হই। একটি টেবিল ফ্যানকে কেন্দ্র করে কথা কাটা-কাটি হলে সে উত্তেজিত হয়ে এক পর্যায় সে মেঝে পড়ে যায়।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) এম শামিম আহমেদ ঘটনার সতত্য স্বীকার করে বলেন, বোনে -বোনে পারিবারিক দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বের কারনেই এ ঘটনাটি ঘটতে পারে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য বড় বোন কামরুন্নাহার, বোনের মেয়ে সুমানা, ইবনে জাহান ও ছেলে ছিয়ামকে থানায় আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।