বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইদ আহমেদ মান্নাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২১ আগস্ট) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রটি জানায়, গত বুধবার (১৮ আগস্ট) বরিশালে ‘ইউএনওর সরকারি বাসভবনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি কাউন্সিলর সাইদ আহমেদ মান্নাকে গ্রেফতার করা হয়েছে।