কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকার চতুর্থ চালান জাপান থেকে দেশে এসে পৌঁছেছে।
শনিবার (২১ আগস্ট) বিকাল ৩টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিকাবাহী ফ্লাইটটি।
দেশে জাপানের টিকা পৌঁছানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।
জাপান স্থানীয় সময় শুক্রবার (২০ আগস্ট) রাতে নিপ্পন এয়ার ওয়েজের একটি ফ্লাইটে এসব টিকা নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
এর আগে বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় ৩০ লাখ টিকা দেয়ার ঘোষণা দেয় জাপান। ঘোষণা অনুযায়ী গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান, ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান এবং ২ আগস্ট তৃতীয় চালানে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকা ঢাকায় পাঠায় জাপান।