ক্ষেতলাল থানা পুলিশের সহযোগীতা ছাড়াই ডিবির অভিযানে একের পর এক মাদক স্পট আবিস্কার। পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ১জন আটক।
ঘটনা সূত্রে জানাগেছে, মাদক ব্যবসায়ীদের মুল হোতার ছত্রছায়াই ও পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করে দীর্ঘদিন যাবৎ একাধিক চক্র মাদকের জমজমাট ব্যবসা করে আসছিল উপজেলার বিভিন্ন স্পটে। প্রসঙ্গত, ১০ আগস্ট উপজেলার বড়তারা গ্রাম থেকে একশত পিচ ইয়াবা ট্যাবলেট, পঁয়ত্রিশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, পাঁচ গ্রাম হেরোইনসহ আটক করেন আশরাফ আলী আকন্দের স্ত্রী রুহি বানুকে জয়পুরহাট ডিবি।
গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এস আই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ বিনাই গ্রামের নজরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫)কে আটক করে।
এবিষয়ে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি শাহেদ আল মামুন। তিনি মুটো ফোনে বিষয়টি সাংবাদিকদের নিশ্চত করে বলেন, আটককৃতদের মাদক আইনে মামলা দিয়ে কোর্টে পঠানো হয়েছে।