কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের চরকামাল গ্রামের মোঃ মিজানুর রহমানের একটি গরু একই এলাকার মৃত আব্দুল হাফিজ মিয়ার গরু চোর ছেলে রুবেল মিয়া (২৫) একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে জনতার হাতে ধরা পড়ে। পরে রুবেলকে পুলিশের নিকট সুপর্দ করে। এদিকে বিভিন্ন মামলায় আরও দুই জন আটক হয়েছেন। এরা হলেন, শিবপুর উপজেলার পালপাড়া গ্রামের রুকন উদ্দিনের ছেলে মনির মিয়া (২০) ও একই গ্রামের মৃত লালু মিয়ার ছেলে মাছুম মিয়া (২৮) কে আটক করেছেন। পরে তাদেরকে গতকাল দুপুরে কিশোরগঞ্জে পুলিশ চালান দিয়েছেন।