কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পীরপুর টু সরারচর রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এ ৫ কি. মি রাস্তাটি শত শত গর্তে পরিণত হয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন সিএনজি, অটো বাইক, জেলা ট্রাক, ঢাকা টু বাজিতপুর তিশা কোচ, বিআরটিসি কোচ চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। কেউ বা আহত আবার কেউ বা নিহত পর্যন্ত হয়েছেন। অথচ এলজিইডি ও সড়ক ও জনপদ বিভাগ এ বিষয়ে কোন উদ্যোগ নেই। প্রত্যক্ষদর্শীদের মধ্যে হাবিবুর রহমানসহ কয়েকজন পথচারী শুক্রবার সকালে এ প্রতিবেদককে জানান, এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে তাদের অনেক দুর্ভোগ পুহাতে হচ্ছে। বিশেষ করে নিকলী থেকে আগত রোগী ও ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে মূমুর্ষ রোগী আনতে গিয়ে অনেক সময় বেকায়দায় পড়তে হয়। কিন্তু স্ব স্ব বিভাগ এ বিষয়ে কোন উদ্যোগ নিচ্ছে না বলে এলাকায় অভিযোগ রয়েছে। বাজিতপুর উপজেলা প্রকৌশলী বনি আমিন এ প্রতিবেদককে জানান, এ রাস্তার সংস্কার কাজ অচিরেই হতে পারে বলে তিনি ধারনা করছেন।