জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় এক হোটেল শ্রমিকের হাত-পা বাঁধা ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ আগস্ট) জেলার সরিষাবাড়ী পৌর শহরের তাড়িয়াপাড়া এলাকা থেকে লিটন মিয়া (৩০) নামে এক হোটেল শ্রমিকের নিজ ঘর থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিটন পৌর শহরের তাড়িয়াপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটন সরিষাবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালের করম আলীর হোটলে কাজ করে আসছিল। গতকাল শুক্রবার রাতে সে কাজ শেষ বাড়ি এসে ঘুমিয়ে পড়েন। ঐ দিন (শনিবার সকালে) হোটেল শ্রমিক লিটন কাজে না যাওয়ায় হোটেল মালিক করম আলী তাকে বাড়িতে ডাকতে যান।
ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন,কিন্তু কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে গিয়ে লিটনের হাত-পা বাঁধা ও ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার (ওসি) (তদন্ত) আব্দুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। তবে বিষয়টি ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানাযাবে।