জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ ঘাটে ৪৬ কেজি ওজনের বিক্রয় করেছেন বিশাল আকৃতির সামুদ্রিক পাখনাওয়ালা মাছ। এ ধরণের মাছ আগে কখনো এ এলাকার মানুষ দেখেনি। মাছটির পিঠে রয়েছে বিশাল আকারের পাখনা। তাই মাছটিকে স্থানীয় ভাবে কেউ বলছেন পাখি মাছ আবার আনেকই বলছেন গাং চ্যালা। পাখনা ওয়ালা মাছের খবর শুনে মুহুর্তেই উৎসুক জনতা ভীড় জমায়। ধারনা করা হচ্ছে মাছটি হয়তো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেইল ফিশ।
শুক্রবার (২০আগষ্ট) সুরুজ হাওয়ালদার নামে এক ব্যক্তি মাছটি সিরাজগঞ্জের রোড থেকে কিনে সরিষাবাড়ি উপজেলার জগনাথগঞ্জ ঘাটে বিক্রয়ের জন্য নিয়ে আসেন। পরে এলাকার স্থানীয় লোকজন সুরুজ হাওয়ালদারের কাছ থেকে ৫০০ টাকা কেজি দরে ৪৬ কেজি ওজনের মাছটি ২৩ হাজার টাকায় কিনে নেয়। পাখনাওয়ালা মাছ দেখতে পাখির মতো। তাই অনেকেই বিস্ময় প্রকাশ করেন। প্রত্যেক্ষদর্শীদের মতে এ ধরনের মাছ আগে তারা এ অঞ্চলে কখনো দেখিনি বলে উল্লেখ করেন।
প্রায় নয় ফুট লম্বা মাছটির বিষয় মাছ ব্যবসায়ী সুরুজ হাওয়ালদারের কাছে জানতে চাইলে তিনি জানায়, শুক্রবার ভোরে সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ধরা পড়ে ঝালদের জালে। সেখান থেকে তিনি কিনে এনেছেন। মাছটি কত টাকায় কিনে এনেছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে জান।
্এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুপতা ভট্টাচার্য বলেন, মাছটি যেহেতু আমি দেখিনি তবে বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে ইহা একটি সামুদ্রিক মাছ। যেহেতু একটি বড় পাখনা রয়েছে এবং গা তেল তেলে তাই ইহা সামদ্রিক সেইল ফিস বলে ধারণা করছি। লোনা পানির মাছ,হয়তো স্রোতের কারণে মিঠা পানিতে চলে এসছে।