রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ছয়তলা একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়াস সার্ভিস কর্মীদের দীর্ঘ ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি রোডের ৭৯ নম্বর সাততলা ভবনে অবস্থিত এমিকনের বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনন্স) দেবাশীষ বর্ধন দুপুর দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে প্রচণ্ড (হিট) তাপ ও ধোঁয়া রয়েছে। তার জন্য এখন রেসকিউ অভিযান পরিচালিত হচ্ছে। ভেতরে প্রচণ্ড তাপ এবং ধোঁয়া থাকায় আগুন নেভাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে। এছাড়া বাতাস থাকায় ধোঁয়া দেখা যাচ্ছে।