অল্পের জন্য বেঁচে গেলেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদে বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা, ২০০৪ সালের ২২শে আগষ্ট বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামগুলো এমনই ছিল।
আজ থেকে ১৭ বছর আগের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় সেই গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী আজ। সেদিন শেখ হাসিনাকে হত্যা করতে না পারলেও দলের ২৪ নেতাকর্মী নিহত হন, আহত হন তিনশতাধিক।
দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর একের পর এক হামলার প্রতিবাদে সন্ত্রাসবিরোধী সমাবেশ ডেকেছিল দলটি। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউর সমাবেশে বিকেল ৫টায় আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একটি ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে শেখ হাসিনার সঙ্গে ছিলেন দলের জ্যেষ্ঠ্য নেতারা।