দেশে করোনায় আরও ১৪৫ জনের প্রাণ গেছে। যা ৪৭ দিন পর একদিনে মৃত্যু দেড়শোর নীচে নামলো। গত ৪ঠা জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়েছিল। এদিকে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো ২৫ হাজার। নতুন শনাক্ত ৫ হাজার ৯শ ৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮শ ৯২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার হয়েছে ১৭ দশমিক এক আট শতাংশ। এছাড়া গত ২২ দিন ধরে শনাক্তের হার নিম্নমুখী। মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ৫৩ হাজার ২শ' ৩ জন।
একদিনে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫শ' ৭৪ জন; মোট সুস্থ ১৩ লাখ ৪৭ হাজার ৭শ ৫৫ জন। সুস্থতার হার ৯২ দশমিক সাত চার। অন্যদিকে মৃত্যুহার এক দশমিক সাত দুই।
এদিকে সর্বোচ্চ ৫৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে ৪৩ ও খুলনায় প্রাণ গেছে ১৫ জনের। এছাড়া সিলেট, রংপুর ও ময়মনসিংহে সাতজন করে এবং রাজশাহীতে ৫ ও বরিশালে চারজন মারা গেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।