জামালপুর পৌর শহরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। নিহত মুসলিমা বেগম পৌর শহরের পূর্ব নয়াপাড়া এলাকার মোকছেদ আলীর মেয়ে।
শুক্রবার(২০আগষ্ট) সকালে জামালপুর পৌর শহরের পূর্ব নয়াপাড়া এলাকার একটি বাসা থেকে নিহত মুসলিমা বেগম (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, এক বছর আগে মেলান্দহ উপজেলার ঝাউগড়া কমলার মোড় এলাকার আলম বাইদের ছেলে রাজমিস্ত্রী রুবেল(৩৫) এর সাথে নিহত মুসলিমা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই, তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। প্রতিবেশীরা জানায়,প্রায় ৬ মাস আগে স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছিল তাঁর স্বামী রুবেল মিয়া। গত বৃহস্পতিবার গভীর রাতে দুজনের মধ্যে ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে রুবেল মিয়া তাকে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে বিছানার লাশ ফেলে পালিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে নিহতের লাশটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম খান জানান, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। লাশের ময়না তদন্তের পর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। তবে এ ঘটনায় থানার একটি হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে।