হেফাজত ইসলাম বাংলাদেশ এর আমির ও হাটহাজারী দারুল উলুম মাঈনুল ইসলাম (বড়
মাদ্রাসার) শিক্ষা সচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী (৬৭) ইন্তেকাল করেছেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার চট্টগ্রামের সিএসসিআর নামক একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর বেলা ১২ টা ৩০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে
ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ কন্যা ও ১ পুত্র ,আত্মীয় স্বজন, শিক্ষক,শিক্ষার্থী ও অনেক গুণাগ্রাহী রেখে গেছেন। হেফাজত আমিরের ইন্তেকালের সংবাদ হাটহাজারী বড় মাদ্রাসাসহ দেশে প্রচারিত হলে আলেম ওলামাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এমনকি অনেকে কান্নায় ভেঙে পড়েন। হুজুরের ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর জানাযায় অংশ গ্রহনের জন্য চট্টগ্রাম জেলা ও দেশের বিভিন্ন স্হান থেকে লোকজন আসতে শুরু করে। বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ বলেন, গত বুধবার সন্ধ্যার পর থেকে হুজুরের (বাবুনগরীর) শারীরিক অবস্হার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্হার আরও অবনতি হলে পরে তাঁকে চট্টগ্রামেরসিএসসিআর নামক একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর বেলা ১২ টা ৩০ মিনিটের সেখানে তিনি (বাবুনগরী) শেষ নিশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার তার ইন্তেকালের সংবাদ অবহিত হওয়ার পর জরুরি ভিত্তিতে হেফাজত ইসলাম বাংলাদেশ এর সুরা কমিটির বৈঠকে রাত ১১ টায় মাদ্রাসা চত্বরে জানাযা এবং মাদ্রাসা এলাকায় আল্লামা শাহ আহমদ শফি হুজুরের কবরের পাশে মরহুমের দাফন করার কথা মাইকে প্রচার করা হয়। অবশ্য হুজুরের গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার তাঁর জন্মস্থান বাবুনগর এলাকায় ও তাঁকে দাফনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সুরা কমিটির বৈঠকের সিদ্ধান্ত গ্রামের লোকজন মেনে তাঁর আজীবনের কর্মস্থলে দাফনের বিষয় মেনে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে হুজুরের লাশ তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হয়।
জানা যায়, ১৯৫৩ সালের ৮ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর
গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আল্লামা জুনায়েদ বাবুনগরী জন্মগ্রহন করেন। তাঁর পিতা ও একজন নামকরা আলেম ছিলেন। তিনি হযরত আল্লামা আবুল হাসান (রাহ.) পুত্র। তিনি ৫ বছর বয়সে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে ভর্তি হয়। সেখানে মক্তব, হেফজ ও প্রাথমিক শিক্ষা শেষে ভর্তি হয়
হাটহাজারী দারুল উলুম মাঈনুল ইসলাম বড় মাদাসায়। ১৯৭৬ সালে হাটহাজারী বড়
মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষায় প্রথম স্হান অধিকার করেন। এরপর করাচিতে জামিয়া উলুমুল ইসলামিয়ায় তাখা”ছুছাত ফিল উলুমুল হাদিস
গবেষণা বিভাগে ভর্তি হন। তিনি জামিয়া উলুমুল ইসলামিয়া থেকে হাদিসের
সর্বো”চ সনদ লাভ করেন। ১৯৭৮ সালের শেষের দিকে বাবুনগর মাদ্রাসায় শিক্ষক
হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। এরপর ২০০৫ সালে দারুল
উলূম মাঈনুল হাটহাজারী মাদ্রাসায় মুহাদ্দিস পদে যোগদান করেন। ২০১৭ সালে
তিনি এই প্রতিষ্ঠানের শায়খুল হাদীস পদে পদোন্নতি পান। অত:পর ২০২০ সালের
সেপ্টেম্বরে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রাহ.)এর ইন্তেকালের পর
তিনি দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শিক্ষাসচিব পদে নিয়োগপ্রাপ্ত হন।
২০১৩ সালে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর প্রতিষ্ঠান লগ্ন থেকে এ
সংগঠনের মহাসচিবের দায়িত্বপান। পরবর্তীতে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ
শফী (রাহ.)এর ইন্তেকালের পর ২০২০ সালের নভেম্বরের ১৫ তারিখ অনুষ্ঠিত
হেফাজতের কেন্দ্রীয় কাউন্সিলের আমীর পদে মনোনীত হন। তিনি হাটহাজারী দারুল উলুম মাঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষা সচিব ও শায়খুল হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি, চট্টগ্রাম
নূরানী তালীমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান এবং মাসিক মুঈনুল ইসলামের
প্রধান সম্পাদক ছিলেন। তাছাড়া তিনি নাজিরহাট বড় মাদ্রাসার মুতাওয়ালল্লী,
মাসিক দাওয়াতুল হকের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।