ভোলার লালমোহনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও মুক্তি কামনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহষ্পতিবার সকাল ১১টায় লালমোহন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ প্রত্যাশী শহিদুল ইসলাম হাওলাদের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দেয়া ও মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ প্রত্যাশী মোঃ শহিদুল ইসলাম হাওলাদারসহ লালমোহন উপজেলা সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ মাহাবুবুর রহমান, সবুজ হাজারী, ছাত্রদলের সদস্য মোঃ রাসেল মাল, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোঃ ইলিয়াছ, মোঃ তানভীর, যুগ্ন আহ্বায়ক আলী আকবর, সদর ইউনিয়নের সাবেক আহ্বায়ক মোঃ সবুজ হোসেন, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাফসান, যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ নিরব, যুবদল নেতা সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম, বদরপুর ইউনিয়ন দক্ষিণ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ এরশাদ মৃধা, যুগ্ন আহ্বায়ক রনি, মোঃ ফখরুল আলম, মোঃ আব্বাস, চরভুতা ইউনিয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মামুন কারী, সদস্য সচিব মোঃ হাচনাইন, পশ্চিম চরউমেদ ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন মন গাজী, ধলীগৌরনগর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোঃ তামিম প্রমূখ। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু’র আত্মার মাগফিরাত কামনা ও দেশ নায়ক তারেক রহমানসহ জিয়া পরিবারের সকলের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করা হয়।
ছবির ক্যাপসনঃ লালমোহনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ কামনা ও স্বেচ্ছাসেবকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।