পিরোজপুর জেলা হাসপাতালের এক লেডি ডাক্তারের সরকারী বাস ভবনে জানালার গ্রিল কেটে চুরির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর থানায় এক প্রেসব্রিফিং করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
প্রেসব্রিফিং এ তিনি জানান গ্রেফতারকৃতরা হলো বরগুনা জেলার আঃ রহমান পেয়াদার পুত্র মো: আবু হানিফ ও মৃত আমির চৌকিদারের পুত্র মো: আবদুল করিম। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ দুটি আই ফোনসেটসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে।
তিনি জানান, ১১ আগস্ট ভোররাতে পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসকদের সরকারী বাস ভবনে নিচতলার একটি ফ্লাটে জানালার গ্রিল কেটে গ্রেফতারকৃতরা একটি দস্যুতার ঘটনা ঘটায়। ঘরে একা থাকা একজন নারী চিকিৎসকে মারধর করে চোরেরা নগদ ৫২ হাজার টাকা,দুটি মোবাইল ফোনসেট নিয়ে যায়। এ ঘটনায় ৪ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ব্যাপক তথ্য উপাত্ত সংগ্রহ করে গত ১৬ আগস্ট খুলনার টুটপাড়া থেকে অভিযুক্ত আবু হানিফ (৩৫) কে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে তার কাছে থাকা চুরি হওয়া ১টি আই ফোনসহ ৫টি মোবাইল ফোনসেট, মোবাইল ফোনের ৪৬টি সিম, যার অধিকাংশই মোবাইল ফোন কোম্পানি রবি’র সিম। এ ছাড়া ২টি হেক্সো বে¬ড, ২৫টি মোবাইল চার্জার ও নগদ ৩ হাজার টাকাও উদ্ধার করা হয়।
১টি আই ফোনসহ ৫টি মোবাইল ফোনসেট, নগদ ৩ হাজার টাকা, ৪৬টি মোবাইল সিম, ২৫টি মোবাইল ফোনের চার্জার এবং চুরিতে ব্যবহৃত ২টি হেক্সো বে¬ডও উদ্ধার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে ১৭ আগস্ট বরগুনা সদরের চান্দুখালী বাজার থেকে ঘটনার সাথে জড়িত অপর আসামি আবদুল করিমাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার কথা স্বীকার করে চুরির সাথে ৪ জনের সম্পৃক্ততা রয়েছে বলে জানায়। তিনি আরও জানান,গ্রেফতারকৃত আবু হানিফ একজন দাগী আসামী। তার বিরুদ্ধে খুলনা,বরগুনাসহ বিভিন্ন থানায় ৬টি খুনের মামলাসহ অস্ত্র, চুরি ও ডাকাতি মামলা রয়েছে। আসামীদের কোর্টের মাধ্যমে দুই দিনের রিমান্ডে এনে অন্যান্য পলাতক আসামীর অবস্থান জানার চেষ্টা করা ছাড়াও, লুন্ঠিত মালামাল উদ্ধারের জোর প্রচেস্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ওই চুরিতে চোরেরা ঘরের আলমারি খুলে নগদ ৫২ হাজার টাকা, দুইটি মোবাইল ফোন নিয়ে যায় এবং ওই লেডি ডাক্তারকে মারধর করে।