বৃহস্পতিবার পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে আজ সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ভয় পায়। এই ভয় থেকেই সরকার দেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ না না অপপ্রচার চালাচ্ছে। বিএনপি অতীতে যেমন জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরশাসন-গণতন্ত্র বিরোধী অপশক্তির চ্যালেঞ্জকে দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে, ভবিষ্যতেও জাতীয়-রাজনৈতিক সংকটে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিএনপি।
স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শরিফ মনি’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সহ সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ
উদ্দিন রানা, জেলা যুবদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সাইদ, জেলা স্বেচ্ছাসেক দলের সাংগঠনিক সম্পাদক
আসিফ প্রমুখ।