কিশোরগেঞ্জর কুলিয়ারচর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহায়তায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কমিটির বাস্তবায়নে বিভিন্ন ইউনিয়নে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং বিষয়ে একটি জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সচেতনতা মূলক সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ফেরদৌসি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইলহাম গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ইয়াছিন মিয়া, জাইকার সমন্বয়কারী রোজী পারভিন। এ ছাড়া ছয়সূতি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদেও অনুরূপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আলাল উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মোঃ মিজবাউল হক, উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইফতেখার আনাম নোমান প্রমুখ।