ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর অপর পারের চরহরিরামপুর ইউনিয়নে চরশালেপুর গ্রামের আশ্রয় কেন্দ্র-২ এর পাশে একটি বৃক্ষবাগানে অভিযান চালিয়ে স্কুল ছাত্রী ধর্ষন ও ভিডিও চিত্র প্রকাশ মামলার প্রধান আসামি উজ্জ্বল খান (২৯) কে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেনের নেতৃত্বে এসআই ইলিয়াছ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বৃক্ষ বাগানে অভিযান চালিয়ে ওই ধর্ষকে গ্রেফতার করে বৃহস্পতিবার ফরিদপুর কারাগারে পাঠিয়েছেন। ধর্ষক উজ্জ্বল খান উপজেলার চরশালেপুর গ্রামের বাদশা খানের ছেলে। চরভদ্রাসন থানার এসআই ইলিয়াছ হোসেন জানান, “ উজ্জ্বল খান ধর্ষন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। এ ছাড়া তার বিরুদ্ধে মারামারি ও মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে”।
জানা যায়, ২০১৬ সালে উজ্জ্বল খান ও তার সাঙ্গপাঙ্গরা মিলে অষ্টম ও নবম শ্রেনীতে পড়-য়া একই গ্রামের দুই বোনকে একত্রে একটি ভূট্টা ক্ষেতের আড়ালে পালাক্রমে ধর্ষন করে এবং ধর্ষনের ভিডিও চিত্র মোবাইলে ধারন করে তা এলাকায় ছড়িয়ে দেয়। এ ব্যপারে চরভদ্রাসন থানায় পাঁচ জনকে আসামি করে একটি ধর্ষন মামলা হয়। মামলা নং-০৪, তাং-১১/৬/২০১৬ খ্রি.। মামলার অন্য চার আসামীর মধ্যে- উপজেলার চরশালেপুর গ্রামের নুর ইসলাম বেপারীর ছেলে ইলিয়াছ বেপারী (২৫) আগে থেকেই জেলে রয়েছে, মুক্তার সিকদারের ছেলে শুকুর আলী (৩০) বিদেশে পালিয়েছে। এ ছাড়া জাহাঙ্গীর সেকের ছেলে সিরাজ সেক (২৯) ও আয়নাল মোল্যার ছেলে শফি মোল্যা (২৯) ধীর্ঘদিন ধরে পলাতক রয়েছে বলে জানা গেছে।