করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ (১৯ আগস্ট) খুলছে বিনোদন, পর্যটন, রিসোর্ট ও কমিউনিটি সেন্টার। সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে সকল প্রকার গণপরিবহন।
গত বুধবার (১২ আগস্ট) এ বিষয়ে নির্দেশনা প্রদান করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব মোঃ রেজাউল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সড়ক, রেল ও নৌ পথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে। পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদনকেন্দ্র অর্ধেক দর্শনার্থী নিয়ে পরিচালনা করতে পারবে। তবে সকলকে মাস্ক পরিধানের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। যদি কেউ এর ব্যতয় ঘটায় তবে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।