বজ্রপাত রোধে ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় নোয়াখালীর সেনবাগে সড়ককের পাশ্বে তালবীজ রোপন কর্মসূচি হাতে নিয়েছে “ভলান্টিয়ার ফর সেনবাগ ” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার বেলা ১১টারদিকে আনুষ্ঠানিকভাবে ওই তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন,সেনবাগ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা। ভলান্টিয়ার ফর সেনবাগের এডমিন ফখরুল ইসলাম টিপুর উদ্যোগে সেনবাগ সেনবাগ ডাক বাংলো থেকে সেনবাগ রাস্তার মাথা পর্যন্ত সড়কের দুই পাশ্বে পর্যায়ক্রমে ৫হ্জাার তালবীজ রোপন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল,সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান, সেনবাগ রেসিডেন্সিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জাহিদুল ইসলাম।
সেনবাগ মিডিয়া ক্লাবে সদস্য সোহরাব ফেবলু ,ছাত্রনেতা মাহমুদ মিঠু ,স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং হেল্প হিউম্যান বিডি এডমিন মোঃ রবি।"ভলান্টিয়ার ফর সেনবাগ " এডমিন মোঃ ফখরুল ইসলাম টিপু জানায় দেশব্যাপী বজ্রপাত বহু মানুষের প্রাণ হানির ঘটনা ঘটছে।তাল গাছ বজ্রপাত রোধে ও প্রাকৃতিক দূযোর্গ মোকাবেলা করতে সক্ষম। তার সংগঠটির উদ্যোগে প্রাথমিক ভাবে সড়কের পাশ্বে ৫ হাজার তালবীজ বপনের কার্যক্রম হাতে নিয়েছে।