কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাচন অফিস থেকে পৌরসভা সহ ১১ ইউনিয়নের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ৯ হাজার ৩০১ টি স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাজিতপুর উপজেলায় ১৩ হাজার ১৮৮ টি স্মার্ট কার্ড বিতরণ করা হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন এই প্রতিবেদককে বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক নাগরিককে স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র সুশৃঙ্খল ভাবে নাগরিকদের দিচ্ছেন বলে উল্লেখ করেন।