মুজিববর্ষ ও স্বাধীনতা সুর্বণ জয়ন্তী উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার পৃষ্টপোষকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি সম্বলিত একটি স্যুভেনির প্রকাশনা ও অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অুষ্ঠিত হয়। মঙ্গলবার নগর ভবনের সভা কক্ষে মতবিনিময় সভায় স্যুভেনির প্রকাশনা কমিটির আহকায়ক ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলামরে সভাপতিত্বে বক্তব্য রাখেন স্যুভেনির প্রকাশনা কমিটির যুগ্ন আহ্বায়ক প্যানেল মেয়র আলহাজ¦ মোঃ মাহামুদুর রহমান টিটু, সদস্য ডা. মফিজুল ইসলাম মান্টু, সাংবাদিক আফতাব হোসেন, ২১ নং ওয়ার্ড কাউন্সলর মাবুবার রহমান মঞ্জু, মহিলা কাউন্সিলর ফেরদৌসী বেগম। এ সময় উপস্থিত ছিলেন সদস্য বীর মুক্তিযোদ্ধা সদরুল ইসলাম দুলু, আবদুর রহীম মুকুল, নাহিদ আফরোজ লিজা, অধ্যাপক ফখরুল আনাম বেঞ্জু, আফতাব হোসেন, শাহীনা সুলতানা, মনজিল মুরাদ লাভলু, সাজেদুর রহমান ঝন্টু, বি.এম রাফিক উল হাসান গোর্কি, প্রশাসনিক কর্মকর্তা নাঈম-উল হক, বিদ্যালয় পরিদর্শক দেবব্রত কুমার শর্মা দেবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় স্যুভেনির প্রকাশনার জন্য রংপুর নগরীর বিভিন্ন পেশা শ্রেনীর লোকেদের কাছে বঙ্গবন্ধুর উপর লেখা ও বঙ্গবন্ধুর দুর্লভ ছবি (সংগ্রহে থাকলে) তা দেওয়ার জন্য কমিটির পক্ষ থেকে বিশেষ ভাবে আহবান জানানো হচ্ছে। সভার সার্বিক পরিচালনা করেন স্যুভেনির প্রকাশনা কমিটির সদস্য সচিব এলাহী ফারুখ ও সহযোগী সদস্য রেজাউল করিম রিংকু।