১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মানুষ জাতির পিতাকে স্মরন করেছে। শ্রদ্ধাহ জানিয়েছে তার পুরো শহীদ পরিবারকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতে যতটা জনপ্রিয় ছিলেন। আজ ৪৬ বছর পরও তিনি সমান জনপ্রিয়। ঘাতকরা তাকে ও তার পরিবারকে দৃষ্টির অন্তরালে নিয়ে গেছে। কিন্তু তার জীবনাচার আদর্শ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেনি। ইনডেমনিটি দিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার বিচারের পথ রুদ্ধ করা হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে ইনডেমনিটি বাতিল করে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যার বিচার করা সম্ভব হয়েছে ১১ বছর আগে। এর মধ্যে ছ’খুনির মৃত্যু দন্ড কার্যকর করা হয়েছে। বিদেশে পলাতক রয়েছেন ছ’জন। এদের মধ্যে একজন আজিজ পাশা মারা গেছেন। বাকি পাঁচ জনের মধ্যে নূর চৌধুরী কানাডা ও রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছে। কিন্তু কর্নেল আবদুর রশীদ, শরিফুল হক ডালিম ও মোসলেহ উদ্দিন কোথায় আছেন, তার নিশ্চিত কোনো খবর কারো কাছে নেই।
বঙ্গবন্ধু হত্যাকারী পলাতক খুনিদের দেশে এনে দন্ড কার্যকরের দাবী এক দশক ধরে চলছে। কিন্তু এখন পর্যন্ত তাদের কাউকে দেশে এনে দন্ড কার্যকর করা সম্ভব হয়নি। এর মধ্যে বেশ জোরে শোরে এবার দাবি উঠেছে, বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশিলবদেরও বিচার করতে হবে। অবশ্য এজন্য একটি কমিশন গঠনের কথা আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন গত বছর। এবার জাতীয় শোক দিবসে আবারো উচ্চারিত করলেন। এদিকে রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ সব সময় অভিযোগ করে আসছে খন্দকার মোস্তাকের সাথে জিয়াউর রহমানও বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত। তিনি খুনিদের বিদেশে চাকরি দিয়েছেন। আর বিএনপি বলছে, মুজিব হত্যার সাথে জিয়া কোনো ভাবেই জড়িত নন। আওয়ামী লীগের নেতারাই ১৫ আগস্টের হত্যাকান্ড ঘটিয়েছে। খন্দকার মোস্তাকের নেতৃত্বের গঠিত সরকারের সব মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের। এসব বিতর্কের মাঝে স্বৈরাচার এরশাদ বঙ্গবন্ধু হত্যাকারীদের আরো বেশি পৃষ্টপোষকতা করেছেন। খুনিদের বিদেশে দায়ত্বশীল পদে কুটনীতির চাকুরী দিয়ে, দেশে ব্যবসা বানিজ্য করতে দিয়ে, সর্বপোরি রাজনৈতিক দল গঠন করার সুযোগ দিয়েছেন। তারপরও যে কোনো কারনেই আওয়ামী লীগ এসব নিয়ে খুব একটা সোচ্চার নয়।
সময়ের শ্রোতে অনেক কিছুই পাল্টে গেছে। তাই ইতিহাসের আচট খুঁড়ে সত্য অনুসন্ধানে আলোকরশ্মি খুঁজে বের করা খুবই কঠিন। এ ধরনের কাজ করার জন্য নিরপেক্ষ ইতিহাসবিদ কি দেশে আছেন? আমাদের দেশের বুদ্ধিজীবীরা সবাই দূরভাগ্যক্রমে যে কোনো এক পক্ষের সাথে জড়িত। তারা কেউ বিএনপি আবার কেউ আওয়ামী ঘারানার বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। সবাই চেয়েছিল বিশেষ আদালতে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিকে কর্নপাত না করে প্রচলিত আইনে আদালতের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে সক্ষম হয়েছেন এবং সবার কাছে তা গ্রহনযোগ্যতাও পেয়েছে। তাই এখন কাকে বা কাদের নিয়ে এ কমিশন গঠন করা হবে, আর তাকি সবার কাছে গ্রহন যোগ্য হবে?
তাছাড়া যারা ৭ নভেম্বরকে স্বাগত জানিয়েিেছলেন, তারা এখন আওয়ামী লীগের ছাতার তলে, আবার সে সময়ের আওয়ামী নেতাদের কেউ কেউ বিএনপি ঘরে বসবাস করছেন। সবচেয়ে বড় বা সমস্যা তা হলো ওই সময়ের প্রভাবশালী নেতাদের অনেকেই মৃত্যু বরন করেছেন। কাজেই আসল সত্য উদঘাটন করতে বেগ পেতে হবে। বঙ্গবন্ধু হত্যার কুশিলবদের খুঁজে বের করা জরুরি আগামী প্রজন্মের জন্য। সেই সাথে দেশের সর্ব বৃহৎ দল আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল বঙ্গবন্ধু হত্যার পর তার প্রতিবাদ করতে তাও খতিয়ে দেখা উচিৎ। আর এবার বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ৪৬ তম শাহাদৎবার্ষিকীতে এ দাবি তুলেছেন স্বয়ং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধু হত্যাকান্ড যারা ঘটিয়েছে যারা পাশে ছিলো এবং যারা প্রেক্ষাপট তৈরি করেছেন তারা সবাই সমান ভাবে দায়ী। যারা ঘটনা ঘটিয়েছেন তাদের বিচার করেছি। সেদিন বেশি দূরে নয়, যারা সহযোগীতা ও প্রেক্ষাপট তৈরি করেছে তাদের বিচারও করবে। সদ্য স্বাধীন বাংলাদেশে সেদিন কারা কাকে খুশী করতে পত্রপত্রিকায় বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধাচারন করেছে জাসদের জন্ম দিয়ে বঙ্গবন্ধু হত্যার পথ প্রশস্থ করেছে তা ওই সময়ের প্রত্রপত্রিকা ঘাটলেই পাওয়া যাবে।
শুধু কথা নয়, কার্যকরি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে বঙ্গবন্ধু ও সপরিবারে হত্যার নেপথ্য কুশিলব এবং হত্যার প্রতিবাদে আওয়ামীগ কেন ব্যর্থ হয়েছিল তা আগামী প্রজন্মকে জানাতে হবে, খুঁজে বের করতে হবে সত্য ইতিহাস।