দুমকি প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সন্ধ্যায় উপজেলার থানাব্রীজ এলাকায় দুমকি প্রেসক্লাব কার্যালয়ে রচনা সভা ও দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দুমকি প্রেসক্লাবের সভাপতি এসএম জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক কেএম আনোয়ারুজ্জামান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি ম. মামুন খান ফারুকী, সৈয়দ জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ স¤পাদক সাইদুর রহমান খান, অফিস স¤পাদক মোঃ মিনহাজ উদ্দিন, সাহিত্য ও ক্রীড়া স¤পাদক সৈয়দ জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ জাকির হোসেন।