দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছর পূর্তিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন কর্মসূচি পালন। ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে জঙ্গীদের সিরিজ বোমা হামলার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার (১৭আগষ্ট) সকালে উপজেলা পরিষদের গেটে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তিমির হালদার, সহ-সভাপতি মুন্সী মো. ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. আল-আমিন খান, যুগ্ম সম্পাদক, মো. শাহিনুর ইসলাম পান্না, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল চৌধুরী, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তী বিশ্বাস ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী (তাপস)। উল্লেখ্য ২০০৫ সালের ১৭ আগস্ট জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়।