রংপুরের পীরগাছায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক কোচিং শিক্ষককে নিয়ে প্রভাবশালীদের বিচারের নামে শ^াসরুদ্ধকর ১৬ ঘন্টা ভেস্তে গেছে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে মাইক লাগিয়ে বিচারের নামে করা দেনদরবার থেকে ১৬ ঘন্টা পর রাত ২ টার দিকে অবশেষে কোচিং শিক্ষক বিপুল চন্দ্রকে আটক করেছে পুলিশ। তবে শালিসকারী ওই প্রভাবশালীদের চাপে ধর্ষনের চেষ্টাকারী কোচিং শিক্ষককের নামে মামলা করতে রাজি হননি ছাত্রীর বাবা। পরে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার পাওটানা বাজারের কলেজ সংলগ্ন এমবিশন কোচিং সেন্টারে নিয়মিত কোচিং পড়তো ওই ছাত্রী। গত সোমবার সকাল ১০ টায় কোচিং করতে গেলে অন্য শিক্ষার্থী না থাকার সুযোগে শিক্ষক বিপুল চন্দ্র (৪৫) দরজা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এসে কোচিং শিক্ষক বিপুল চন্দ্রকে আটক করে রাখে। আটক বিপুল চন্দ্র উপজেলার পূর্ব ব্রাহ্মণীকুন্ডা গ্রামের পুন্ন চন্দ্রের ছেলে।
দীর্ঘ সময় পর বিচারের কথা বলে তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থানীয়ভাবে বিষয়টি সমাধান ও তেমন কিছু হয়নি বলে জানালে পুলিশ ফিরে আসে। সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত শিক্ষক বিপুল চন্দ্রকে আটকে রাখার পর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজন করা হয় শালিস বৈঠকের। এদিকে ঘটনা জানাজানি হলে ইউনিয়ন পরিষদ মাঠে হাজির হন কয়েক হাজার মানুষ। ভীড় সামলাতে রাখা হয় চকিদার-দফাদারদের। মাইক লাগিয়ে গভীর রাত পর্যন্ত চলতে থাকে বিচার। বিচারে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান, স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতা উপস্থিত ছিলেন। পরে রাত ২ টার দিকে বিচারের নামে জরিমানা নিয়ে দেনদরবার শুরু হলে এ ঘটনা জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। তিনি তাৎক্ষনিক ভাবে থানা পুলিশকে অবগত করলে পুলিশ সালিসী বৈঠক পন্ড করে বিপুল চন্দ্রকে আটক করে থানায় নিয়ে আসেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ওই ছাত্রীর বাবা বলেন, আমি ঘটনার শুরু থেকেই প্রভাবশালীদের চাপে রয়েছি। মেয়ে ছোট তাই মামলায় জড়াইতে চাইনি।
এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, শালিসের নামে দেনদরবার চলছিল। তাই ধর্ষণ চেষ্টার অভিযোগে কোচিং শিক্ষক বিপুল চন্দ্রকে আটক করা হয়। তবে ওই ছাত্রীর বাবা মামলা করতে রাজি না হওয়ায় ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।