নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে এটাই বারবার দেখছি- গণমাধ্যমে-গায়ের জোরে- কাগজে-কলমে মন্ত্রীরা সফল, ব্যর্থ জনগন। এটা কেন হয়? কারণ জনগন তাদের দুর্নীতি ধরে ফেলে; যখন দুর্নীতিতে ধরা পরে যায়, তখন ব্যর্থতার দায় জনগনের উপরই বর্তায় একারণে যে, তারা যোগ্য নেতা নির্বাচন করতেও ব্যর্থ।
১৭ আগস্ট সকাল ১০ টায় নতুনধারা বাংলাদেশ এনডিবি ও জাতীয় শিক্ষাধারার আয়োজনে ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে কিভাবে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপর্যুক্ত কথা বলেন। এনজি বাংলাদেশ এডুকেশন সোসাইটি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষাধারার উপদেষ্টা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জাতীয় শিক্ষাধারার সদস্য প্রভাষক সাবিকুন নাহার প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ আরো বলেন, স্বাস্থ্য-শিক্ষা-খাদ্য-শিল্প-পররাষ্ট্র-বাণিজ্য-প্রযুক্তি, যোগাযোগসহ অধিকাংশ মন্ত্রণালয়ের মন্ত্রীই ব্যর্থতার পরিচয় দিয়েছেন, ব্যর্থতা ও দুর্নীতিগ্রস্থতার পরিচয় দিয়েছেন সচিব-আমলারা। তারা রাজনৈতিক-প্রশাসনিক শক্তি কাজে লাগিয়ে একের পর এক অপরাধ-দুর্নীতি করলেও পার পেয়ে যাচ্ছেন কেবল জনগন ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হওয়ায়। জনগন ঐক্যবদ্ধ হলে এক মিনিটের মধ্যে দুর্নীতি থেকে সুনীতিতে এগিয়ে যেতো বাংলাদেশ।