চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচা হাট এলাকায় গত সোমবার চট্টগ্রামগামী একটি পিকআপে পুলিশ তল্লাশি চালিয়ে সিটের নীচ থেকে বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবাসহ চালক মো: জাকারিয়া (২৫)কে আটক করেছে। এ সময় ইয়াবা বহনকারী পিকআপ (ঢাকা মেট্টো-ন-১৫-০৪৬৩)টি জব্দ করে পুলিশ। আটককৃত জাকারিয়া কক্সবাজার জেলার ঈদগাহ ঘোনা ধইল্্যা জিরি এলাকার জাফর আলমের ছেলে। পরে মাদক আইন মামলায় কোট হাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।