শিক্ষার্থীদের মৌলিক তথ্য সিসিডিএস অনুসরণে ও শিক্ষার্থীদের অধ্যয়ন সম্পর্কিত তথ্য তৈরির জন্য কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কম্পিউটার শিক্ষকের নিয়ে ২ দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো(ব্যানবেইস)এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেনট সিস্টেম প্রকল্পের অর্থায়নে চর রাজিবপুর মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রাজিবপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সোম ও মঙ্গলবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রব ও অ্যাকাডেমিক সুপার ভাইজার গোলাম কিবরিয়া। চর রাজিবপুর উপজেলার উচ্চ মাধ্যমিক,মাধ্যমিক,কারিগরি ও মাদ্রাসার ৫০ জন শিক্ষক ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।