বিএনপির মহানগর দক্ষিণ ও উত্তরের নবগঠিত কমিটির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিকল্পনা কমিশনের সচিবের গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে উদ্যানের কাছে বিজয় স্মরণী মোড়ে এ ঘটনা ঘটে।
পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী বলেন, মঙ্গলবার সকালে অফিসে যাওয়ার সময় চন্দ্রিমা উদ্যানের কাছে বিজয় স্মরণী মোড়ে তার গাড়ি ভাঙচুর করা হয়।
তিনি বলেন, চন্দ্রিমা উদ্যানের কর্নারে আসার পর গাড়ির সামনে হঠাৎ করে বেশকিছু যুবক এসে ভাঙচুর শুরু করে। এ সময় আমি কোনো রকমে গাড়ি থেকে নেমে পুলিশের আশ্রয় নেই।
জানা গেছে, হামলার সময় সচিব পুলিশ বক্সে আশ্রয় নেন। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। ততক্ষণে গাড়ির সব গ্লাস ভেঙে ফেলে তারা। এরপর আরেকটি গাড়ি এসে সচিবকে পরিকল্পনা কমিশনে নিয়ে যায়।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সী রাইজিংবিডিকে বলেন, এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে গাড়ি ভাঙচুরের ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, মঙ্গলবার সকালে বিএনপির মহানগর দক্ষিণ ও উত্তরের নবগঠিত কমিটির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।