সামনের দিনগুলোকে চ্যালেঞ্জিং উল্লেখ করে, উগ্রবাদী গোষ্ঠীর বিষয়ে নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
২০০৫ সালের ১৭ই আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভার আয়োজন কর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
অনুষ্ঠানে আফগানিস্তানে তালেবান উত্থানে উল্লসিতদের হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা বেঁচে থাকতে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর স্বপ্ন কোনদিন পূরণ হবে না।
ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তরের পর এ দেশে যতো সাম্প্রদায়িক হামলা হয়েছে তাতে প্রমাণ হয় এদেশে সাম্প্রদায়িক রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি।