পটুয়াখালীর দুমকিতে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে শোক দিবস পালিত হয়েছে। সোমবার বিকেল ৪ টায় সংগঠনটির দুমকি উপজেলা কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ দুমকি উপজেলা শাখার সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আমিনুল ইসলাম ছালাম।
সংগঠনের সাধারণ স¤পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান সিকদার, আরো বক্তব্য রাখেন দুমকি সহ-সভাপতি ফোরকান আলী মৃধা, অহিদুর রহমান শহীদ সাংগঠনিক স¤পাদক ইউনুছ আলী মৃধা, সহ দপ্তর স¤পাদক সৈয়দ জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা রিয়াজ উদ্দিন রুবেল প্রমুখ।