সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৯ নং পাঁচবাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দোয়া ও মিলাদ এবং গনভোজের আয়োজন করা হয়। গত রোববার (১৫ আগস্ট) দুপুরে ডিজিটাল গফরগাঁও এর অহংকার, প্রিয় নেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের নির্দেশনায় ৯ নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হযরত আলীর উদ্যোগে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খুরশীদ মহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া ও গনভোজ অনুষ্ঠিত হয়।
পাঁচবাগ ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন কৃষক লীগের যুগ্ন-আহবায়ক মোঃ হযরত আলীর সভাপতিত্বে দোয়া মাহফিল ও গণভোজের উপস্থিত ছিলেন, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক শাহ মোঃ কামরুল ইসলাম ফকরুল, আওয়ামীলীগ নেতা হাফিজুল হক ফেরদৌস, ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মোঃ আকরাম মাষ্টার, যুবলীগের আহবায়ক মাহবুবুল আলম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আল মোমিন শিকদার, ছাত্রলীগের আহবায়ক মাহমুদুল হাসান, যুবলীগের যুগ্ন-আহবায়ক সাইদুল ইসলাম, আশাফুল ইসলামসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃৃদ প্রমূখ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আজিজুল হক।