নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরহাজারি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাইলওয়ালা বাড়ির ৭টি পরিবারের ১৪টি ঘর ও ২নং ওয়ার্ডের মিলনের বাড়িতে ২টি পরিবারের ৪টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। রান্নাঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৫টায় মাইলওয়ালা বাড়িতে রোববারে বিয়ে শেষে নববধূকে বাড়িতে নিয়ে আসে। পরদিন সোমবার বউ ভাতের অনুষ্ঠান কিন্তু ভোর ৫টায় আগুনে পুড়ে ৭ পরিবারের ১৪টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন পরানি বেগম, মোঃ মুসা মিয়া, আবদুর রব, নুর আলম, মোস্তফা সবুজ, মোঃ রবিন ও মোঃ সোহেল।
অপরদিকে, রোববার গভীর রাতে চরহাজারির ২নং ওয়ার্ডের মিলনের বাড়িতে ২ পরিবারের ৪টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন, কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জামিন মিয়া। তিনি বলেন, সোমবার ভোরে অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ছোটন জানান, মাইলওয়ালা বাড়িতে আজ ঊফ ভাতের অনুষ্ঠান ছিল। তাই রান্নাঘরের চুলা চালু ছিল। ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুণের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের প্রত্যেককে ৫০হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেন। এ সময় মেয়র বলেন, বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক কাজ। আমাদের সবাইকে এ মানবিক কাজে এগিয়ে আসতে হবে।