টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাধুর গলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও অন্যতম ভুমিদাতা সাখাওয়াত হোসেনের (৬৫) মৃত্যু হয়েছে।
গতকাল রোববার রাতে টাঙ্গাইল সদর হাসপাতাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১৯৮৫ সালে ঘাটাইল উপজেলা জামুরিয়া ইউনিয়নের সাধুর গলগন্ডা গ্রামে বেসরকারি রেজিস্টার্ড বিদ্যালয়ের নামে প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি ৪ জনের সমপরিমাণ ভূমিদান করে বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০১৩ সালে সারা দেশের সকল রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়।
২০১৭ সাথে সাখাওয়াত হোসেন সাধুর গলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।
সোমবার সকাল ১০টায় সাধুর গলগন্ডা ঈদ গাহ মাঠে জানাযা শেষে তার দাফন গ্রামের গোরস্থানে সম্পন্ন করা হয়।