রংপুরের পীরগঞ্জে এক নারী শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থীর সাথে কেলেঙ্কারির ঘটনায় সাময়ীক বরখাস্তকৃত শিক্ষককে অনুপ কুমারকে চুড়ান্ত বরখাস্ত করনের দাবিতে এলাকাবাসী ফুঁসে উঠেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও অভিভাবক মহলে চরম উত্তেজনা বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান,উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদিঘি মেলা গালর্স একাডেমির ধর্মীয় কাব্যতীর্থ শিক্ষক অনুপ কুমার মহন্ত শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর নামে একাধিক ছাত্রীর সাথে কৌশলে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। প্রায় প্রতিদিনই এক একজন ছাত্রীকে কৌশলে ফাঁদে ফেলে যৌন হয়রানী করে আসছিলো অই শিক্ষক। অভিযোগে প্রকাশ ,বিগত ২০২০ সালের ১লা মার্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারিরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সফরে যায়। সেখানে গিয়ে নবম শ্রেণির কয়েকজন ছাত্রী বাথরুমে যেতে চাইলে নাটকীয় কৌশলে বাথরুমের দৃশ্য মোবাইলে ভিডিও রেকর্ড করে শিক্ষক অনুপ কুমার। ছাত্রীদের এ দৃশ্যকে পুঁজি করে ওই শিক্ষক। কিছুদিন পরে অনৈতিক সম্পর্কের শিকার এক ছাত্রী এবং ছাত্রীদেরকে প্রাইভেট পড়াতে গিয়ে যাদের ফাদে ফেলে যৌন হয়রানী করেছে এমন এক শিক্ষার্থীর অভিভাবক গত ৮ জুলাই ম্যানেজিং কমিটি বরাবর লিখিত অভিযোগ করেন। গত ১২ জুলাই বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির জরুরি সভায় এ বিষয়ে জানতে চাওয়া হলে শিক্ষক অনুপ কুমার মহন্ত নিজের দোষ শিকার করে লিখিত মুচলেকা দিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতিতে ক্ষমা চায়। ওই দিনই ম্যানেজিং কমিটির সভায় তাকে সাময়ীক বরখাস্ত করা হয়। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, বিগত ২০১৫ সালের ২৬ জুলাই মাসে ধর্মীয় কাব্যতীর্থ শিক্ষক হিসেবে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেন অনুপ কুমার। প্রাইভেট পড়ানোর নাম করে কোমলমতি শিক্ষার্থীদের ফাঁদে ফেলে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেছে সে। প্রধান শিক্ষক রাশেদুন্নবী তালুকদার বলেন- সে অপরাধ করেছে একারণে আমরা তাকে সাময়িক বরখাস্ত করেছি এবং চুড়ান্ত বরখা¯’ করনে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছি। এসব প্রক্রিয়া শেষ হলে তাকে চুড়ান্তভাবে বরখাস্ত করা হবে। এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে অই শিক্ষককে চুড়ান্ত বরখাস্ত করা জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন মন্ডলের সাথে কথা হলে তিনি বলেন, আমরা ৫ সদস্যের কমিটি করে দিয়াছি ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সাময়িক বরখাস্তকৃত শিক্ষক অনুপ কুমার গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট হাসানপাড়া গ্রামের শ্রী অনিল চন্দ্র মহন্তের পুত্র। এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য শিক্ষক অনুপ কুমার মহন্তর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে এলাকাবাসী ও অভিভাবক মহলে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল।