দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৪ হাজার ১৭৫ জনে দাঁড়ালো।
গেল ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ১৮৭ জনের। এছাড়া ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৮৪ জনের। সারা দেশে ৭০৯টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ৩৩ হাজার ১টি নমুনা পরীক্ষায় নতুন করে ৬ হাজার ৬৮৪ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে দাঁড়ালো। আজ রবিবার (১৫ আগস্ট) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৪ লাখ ৮ হাজার ৫২১টি। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.২৫ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ১৬.৮৭ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩৭১ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন। সে হিসেবে দেশে সুস্থতার হার ৯১.১১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১.৭০ শতাংশ।