পটুয়াখালীর বাউফল উপজেলায় সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবীর (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হুময়ায়ুন কবীর উপজেলার নওমালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রেজাউল করীমের ছেলে। তিনি বাউফল-ঢাকা রুটের ডায়মন্ড-৩ লঞ্চে চাকরি করতেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, হুমায়ুন কবীর শনিবার রাতে তার শশুরবাড়ি দশমিনা উপজেলার বেতাগি গ্রাম থেকে মটরসাইকেল যোগে নিজবাড়ি নওমালা ফিরতে ছিল। ফেরার পথে কবীর ভাঙাব্রিজ এলাকায় রাত সারে আটটার দিকে পৌঁছালে মৃধা বাড়ির সামনে একটি অটোরিক্সার সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। এরপড় স্থানয়ীরা উদ্ধার করে তাকে মুমুর্ষ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওই দিন রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হুমায়ুন কবীরের।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।