গোপালগঞ্জর মুকসুদপুরে জাতীয় শোক দিবসে জেলা প্রশাসকের দেয়া খাদ্যসহায়তা পেলো আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। তারা তৈরী খাবারসহ খাদ্য সামগ্রির প্যাকেটও পেয়েছেন। ২শ পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রি দেওয়ার পরে ১৫ আগস্ট নিহত শহীদদের রুহের মাগফেরাতের জন্য দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।
মুকসুদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফয়জুর রহমান জানিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২শ সুবিধাভোগীদের আশ্রয়কেন্দ্রে মিলাদ দোয়া এবং ত্রাণ সামগ্রী হিসাবে ১০কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি, চিনি ১ কেজি এবং দোয়া পরবর্তী জেলা প্রশাসক প্রেরিত তৈরি খাবার (বিরিয়ানি) প্রদান করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পগুলো হলো, কৃষ্ণাদিয়া, কদমপুর, বেজরা, মুন্সিনারায়নপুর, ফতেহপট্টি, গোহালা ও ফতেহপুর। এসব দোয়া মাহফিলে ওই দোয়া মাহফিলে উপজেলা পরিষদ, ইউনিয়ন জনপ্রতিনিধি, ট্যাগ অফিসার, উপসহকারী ভূমি কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি থেকে তৈরী খাদ্য এবং খাদ্য সামগ্রি বিতরন করেন।