জামালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানুর দিনভর দরিদ্রদের মাঝে খাদ্য ও ত্রান সামগ্রীক বিতরণ করেছেন।
রোববার (১৫ আগস্ট) জামালপুর জেনারেল হাসপাতাল চত্বরে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ কেজি লবণ প্যাকেট করে প্রায় ৫শতাধীক পরিবারের মঝে বিতরণ করছেন।
খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষেদর চেয়ারম্যান আলহাজ¦ ফারুক আহাম্মেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ব. ম. জাফর ইকবাল জাফু, জেলা আ.লীগ সদস্য,সাংবাদিক আজিজুর রহমান ডল,নারায়ণ চন্দ্র পাল রানা,মামুন চৌধুরী প্রমুখ।