রংপুরের পীরগাছায় নানা কর্মসুচীর মাধ্যমে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। গতকাল রোববার জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান। ইউএনও শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, ওসি আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়ার পরিচালনায় আলোচনা শেষে রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণ ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও বই বিতরন করা হয়।